নিজস্ব প্রতিনিধি:
সাংবাদিকতার পাশাপাশি শখের বসে অভিনয়ে যুক্ত হয়েছেন এম এইচ মুন্না, যার কাজ ইতোমধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এম এইচ মুন্না একজন প্রতিভাবান সাংবাদিক; তিনি জাতীয় দৈনিক গণতদন্ত পত্রিকার যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন (বিজেএ)-এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অভিনীত ধারাবাহিক নাটক মহা নায়ক বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে প্রতি রবিবার ও সোমবার রাত সাড়ে নয়টায় সম্প্রচারিত হচ্ছে, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
এছাড়াও এম এইচ মুন্না প্রযোজিত বেকুব জামাই, মতিনের ফেসবুক প্রেম, হাবু চোর, বিয়ে পাগল বুলবুল, ও চুরি করা বউ শিরোনামের সিঙ্গেল নাটকগুলো MH Munna Production এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। তার গল্প ও পরিচালনায় নির্মিত সৎ অফিসার, মিথ্যুক, এবং বাপ ব্যাটার প্রেমিকা শিরোনামের তিনটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে, যা দর্শকদের নতুন চমক হিসেবে উপস্থিত হবে।
পেশাগত জীবনের পাশাপাশি এম এইচ মুন্না দীর্ঘদিন ধরে স্বপ্ন ট্রাভেল এজেন্সি পরিচালনা করছেন, যেখানে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিমানের টিকেট বিক্রি করা হয়। তিনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং সাংবাদিকতার পেশাগত কারণে ঢাকায় প্রায় একযুগ ধরে বসবাস করছেন।
এম এইচ মুন্না এক সাক্ষাৎকারে বলেন, "আমি সততার সাথে কাজ করতে চাই এবং সঠিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী।"
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com