আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি :
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ই সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাবেদুল ইসলাম সানবীম, মোঃ হারুন অর রশীদ, মোঃ আব্দুল আজিজ, মোঃ মেহের-উল হোসেন, সহকারী শিক্ষিকা মোছাঃ ফাতেমা মনছুরা, অ্যাড. মালা জেসমিন, মোছাঃ মাসুমা বেগম প্রমুখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
পরে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী সম্পর্কিত কুইজ প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com