আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গাজায় ইসরায়েলি বর্বরতা ও ভারতে ওয়াকফ আইন সংশোধন বিল বাতিলের প্রতিবাদ এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহ বিরোধী প্রস্তাবনা ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে নীলফামারীর ডোমারে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রবিবার (২৫শে মে) বিকালে উপজেলা শহরের বাটার মোড়ে উপজেলা ইসলামী আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের। এতে সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের ডোমার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন, 'মীরজাফর গংদের গাদ্দারির জন্য আমাদের উপর শাসন করার সুযোগ পেয়েছে দিল্লি। একাত্তর পরবর্তী সময়ে আমরা দেখেছি, কেউ ক্ষমতার জন্য বা ক্ষমতা টেকানোর জন্য ভারতের সাথে ষড়যন্ত্র করে দেশটাকে দিল্লির ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ এদেশে আর দিল্লির ষড়যন্ত্র সফল হতে দিবে না। যারা ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলে তারা এদেশের বন্ধু না।'
ডোমার উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা মোঃ মঈনুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক হাফেজ আনিছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সেক্রেটারী আমিরুজ্জামান পিয়াল, নীলফামারী জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, সেক্রেটারী মাওলানা আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com