আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় পাথর বোঝাই ট্রাকের সাথে অটো ইজিবাইকের সংঘর্ষে প্রমথ কুমার সেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার (১৯শে মে) সন্ধ্যায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ময়নুলের মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত প্রথম কুমার সেন পার্শ্ববর্তী ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মৃত লক্ষ্মণ মোহন সেনের পুত্র।
আহতরা হলেন- দিনাজপুরের মৃত কাইছার আলীর পুত্র তোফাজ্জল হোসেন (৩৩) ও ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার নজরুল ইসলামের পুত্র সোহেল রানা (৩৮)।
স্থানীয়রা জানান, ডিমলা থেকে ডোমারের পথে আসা একটি পাথর বোঝাই ট্রাক রাস্তার পাশে স্তুপকৃত ধান অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে একটি অটো ইজিবাইক দ্রুতগতিতে পাশ কাটাতে গিয়ে ধানের স্তুপে ধাক্কা খেয়ে ট্রাকটির সামনে গিয়ে পড়ে। এতে আহত হন তারা। গুরুতরভাবে আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও দুর্ঘটনার শিকার অটো ইজিবাইকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com