বিপ্লব দাস, চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম তথা উপমহাদেশের বাংলা ঢোলের জাদুকর খ্যাত একুশে পদকে ভূষিত কিংবদন্তি লোকশিল্পী প্রয়াত বিনয়বাঁশী জলদাস এর নাতি ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীতশিল্পী বিধান দাস বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে পল্লীগীতি, আঞ্চলিক ও কবিগান তিনটি বিষয়ে কণ্ঠস্বর পরীক্ষা (সংগীত) চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং তাঁর সহোদর শিল্পীগোষ্ঠীর প্রচার ও প্রকাশনা সম্পাদক ঢোলবাদক দোলন জলদাস বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে "পল্লীগীতি" কণ্ঠস্বর পরীক্ষা (সংগীত) চূড়ান্তভাবে উর্ত্তীণ হয়ে সঙ্গীতশিল্পী হিসেবে তালিকাভুক্ত হাওয়ায় (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে এই দুই সহোদরকে শুভেচ্ছা ও অভিনন্দন জাননো হয়।
এ দুই সহোদর সকলের কাছে আশির্বাদ ও দোয়া প্রার্থী। এবং আগামীর দিনগুলো সংগীত ও সংস্কৃতির সাথে যেন সম্পৃক্ত থেকে সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করতে পারেন এমনটাই তাদের প্রার্থনা।
এ উপলক্ষে মঙ্গলবার (২০ মে) এক বিবৃতিতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস এ দুই সহোদরের সামগ্রিক সমৃদ্ধি ও সফলতা কামনা করে বলেন- সাংস্কৃতিক অঙ্গন এমন একটি অঙ্গন যা অন্যান্য অঙ্গনকে টেকসই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি জাতির সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হলে তাঁর আর্থ-সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রই সমৃদ্ধ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com