মাহবু্ব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর জেলার হাকিমপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক যোগদান করেছেন।
তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০০৯ ইং সালে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে এস আই হিসেবে যোগদান করেন।
তিনি ঢাকা ডি এম পি শাহবাগ থানা, এস বি ঢাকা, ঠাঁকুরগাঁও সদর থানা, হাকিমপুর এস আই হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ ইং সালে ,বিরামপুর থানা থেকে পুলিশ পরিদর্শক(তদন্ত) পদন্নতি পেয়ে ঠাঁকুরগাও সদর ও হরিপুর থানায় কর্মরত ছিলেন। পরে ওসি পি বি আই রাজশাহী, বগুড়া সদর থানায় কর্মরত ছিলেন।
বগুড়া সদরে ৬ মাস থাকার পরে সেখান থেকে হাকিমপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। তাহার দেশের বাড়ির নাটোর জেলার সিংড়া উপজেলার ইটানী গ্রামে।
তিনি ছাত্র জিবনে গ্রামের ইটালী সরকারী প্রাথমিক বিদ্যালয় জিবন শেষ করে সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ জিবন শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ হইতে অনার্স মাস্টার্স পাস করেন। তিনি চাকরি জিবনে সৎ ও নিষ্ঠাবান ছিলেন।
তিলি তাহার অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে সুনামের সহিত চলতে পারেন সে জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। এবং মাদক ব্যাবস্যা, সেবন কারী সহ যেকোন ধরনের অপরাধ জনিত কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্হ্যা গ্রহন করা হবে এ জন্য হাকিমপুর বাসীর সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com