লিমন হায়দার : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে আরো ২জনের মৃত্যু হয়।এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।
১৯ মে(সোমবার)সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাবলু ফার্মের সামনে।ঢাকা মেট্রো-চ-৫১-৮২৫৭ মাইক্রোর যাত্রীরা সকলেই হিসাবরক্ষণ অফিসের বিভিন্ন স্থানের কর্মকর্তা।তারা প্রশিক্ষণের উদ্দেশ্যে রংপুরে যাচ্ছিল। বাবলু ফার্মে পৌঁছালে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও গামী ঢাকা মেট্রো-ট - ২২-১৫৬৭ ট্রাক ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁও এর রানীংকৈল হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা বীরগঞ্জের সন্তান বিকাশ ঘোষ নিহতদের পরিচয় জানায়।
বীরগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোসলেম উদ্দিন জানায়,সকাল ৬টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে আমরা ঘটনায়স্থলে উপস্থিত হয়ে ২জনের মৃতদেহ পাই। আহতদের কে ঠাকুরগাঁও হাসপাতালে নেয়া হয়।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)আবদুল গফুর ৪ জনের মৃত্যু নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করায়।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারিক হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com