আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি :
নীলফামারীর শতবর্ষী ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সিনিয়র সহকারী শিক্ষক ভক্তি বিনোদ রায় ও অফিস সহকারী মোঃ আলী হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা সেপ্টেম্বর) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।
এসময় আরও উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য উজ্জ্বল কানজিলাল, মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজিব, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ বেলাল হোসেন প্রমুখ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সিনিয়র সহকারী শিক্ষক ভক্তি বিনোদ রায় ও অফিস সহকারী মোঃ আলী হোসেন উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিদায়ীদের সম্মানার্থে মানপত্র পাঠ সহ কর্মক্ষেত্রের স্মৃতিচারণ করা হয়। পরে, বিদায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও উপহার সামগ্রী হস্তান্তর করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com