মনোয়ার হোসেন সেলিম, নীলফামারী জেলা প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউআরসি ইন্সট্রাক্টর নির্বাচিত হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ মাসুদ করিম।
আজ বৃহস্পতিবার (১৫ই মে) উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ মাসুদ করিমকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সায়েম অভি, সহ-সভাপতি শামীমা আক্তার, সহ-সম্পাদক শামীমা নাছরীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, পরিকল্পনা সম্পাদক মোঃ মোনাব্বুর রহমান, সদস্য মিথুন কুমার রায়, সদস্য জাহাঙ্গীর আলম জিয়ন, সদস্য মাহমুদা আক্তার কনা।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রভাষক মোঃ রুহুল আমিন রুবেল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তিতে মহোদয়ের অগ্রণী ভূমিকা নিয়ে আলোচনা করেন।
সাংগঠনিক সম্পাদক শাহেদ আদনান হাসান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ রায়হান ইবনে আবেদীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com