আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে বিনা প্রয়োজনে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদ এবং প্রিপেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ই মে) সকাল ১১টায় ডোমার বাজার রেলগেট মোড়ে ডোমার ও ডিমলা উপজেলাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে, একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বাবলা, বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব, ডোমার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোঃ সিথুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি মোঃ গোলাম কুদ্দুছ আইয়ুব বলেন, বিদ্যুৎ বিল নিয়ন্ত্রক সংস্থার (বিইআরসি) ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ সহ যত চার্জ রয়েছে সবমিলিয়ে ইউনিটের মূল্য নির্ধারণ করে চার্জগুলো আগেই কেটে নেওয়া হয়। অথচ ১ ফেজের প্রতি মিটারে ২০০ টাকা, ৩ ফেজের প্রতি মিটারে ১ হাজার টাকা কেটে নিবে। যার কোনো ভিত্তি নেই।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে ১ ফেজের একটি মিটারের মূল্য ২ হাজার ৩৮০ টাকা হলেও এখানে নেওয়া হচ্ছে সাড়ে ৬ হাজার টাকা। যা সংযোগ খরচ সহ ৭ হাজার ২২৫ টাকা এবং ভাড়ার জন্য আরও ৪০ টাকা সংযুক্ত হবে। প্রতিমাসে ৩ ফেজের জন্য মিটার প্রতি ৬ হাজার ১৯০ টাকা এবং সংযোগ খরচ সহ মোট ১৮ হাজার ৭৮৭ টাকা নেওয়া হবে। যার আন্তর্জাতিক বাজার মূল্য ৫ হাজার ৫৫০ টাকা।
এদিকে নেসকো পিএলসির ডোমার অফিস সুত্রে জানা যায়, ২৬ হাজার ৩৪১ জন আবাসিক গ্রাহক এবং ৩ হাজার ৯২৮ জন বাণিজ্যিক গ্রাহক সহ মোট ৩৩ হাজার ৬৭৩ জন গ্রাহকের প্রিপেইড মিটার এসেছে।
এব্যাপারে ডোমার নেসকো কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ নওশাদ আলম জানান, সকল সরকারি ভবনে প্রিপেইড মিটার স্থাপনের নির্দেশ দিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। প্রথমে ইরিগেশন ও আবাসিক গ্রাহকের মিটার স্থাপন করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com