জলঢাকা প্রতিবেদক : দুর্বৃত্তরা এখনো আওয়ামী লীগকে পুনবার্সন করার জন্য চেষ্টা করছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন।
বুধবার (৭ই মে) বিকেলে জলঢাকা পৌর বাজারের জিরো পয়েন্ট মোড়ে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ, রাষ্ট্র কাঠামো সংস্করণ গণপরিষদ নির্বাচনের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার ও বিচার বিভাগে যারা আছেন তাদের সবাইকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বর্তমানে আওয়ামী লীগের বিচারের অত্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি।অনতি বিলম্বে বিচারের আওতায় এনে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, শহীদদের রক্ত এখনো লেগে আছে। কিন্তু আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি। এই আওয়ামী লীগ আমাদের হাজারো ভাই-বোনের রক্ত ঝরিয়েছে। তাদেরকে অবশ্যই বাংলার মাটিতে নিষিদ্ধ করতে হবে। এই রাজপথে রক্ত লেগে আছে, এই রাজপথেই শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা। যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসী আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে, আমরা রাজপথে সক্রিয় থাকব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির জলঢাকা উপজেলা প্রতিনিধি রেজাউল করিম রাজু, মোহাইমিনুর রহমান সানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটির সাবার তানজিম, সাব্বির রহমান, নেওয়াজ আল তেমিয়াত নিশান, নাহিদ ইসলামসহ উপজেলা ও অন্যান্য ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com