মোঃ এহছান এলাহী, স্টাফ রিপোর্টার : জাগো বাহে-তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নে সোমবার থেকে দুদিনের কর্মসূচি শুরু করছে বিএনপি ও তার মিত্ররা।
দলীয় সূত্রে জানা যায়, দিন-রাত টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালিত হবে। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় আজ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিস্তার পানি বণ্টন ও নদীর প্রকল্প বাস্তবায়ন কর্মসূচি অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ জোয়াদ্দার ও সদস্য সচিব শাহিনুর হক (বাবু)।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ জোয়াদ্দার ও সদস্য সচিব শাহিনুর হক (বাবু) এর নেতৃত্বে জলঢাকা উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী যুবদলের কর্মীবৃন্দ দের সাথে নিয়ে বিশাল মোটরসাইকেল যাত্রা করে লালমনিরহাট তিস্তা রেল সেতুসংলগ্ন এলাকায় তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এছাড়া দেশের উত্তরের পাঁচ জেলা– লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর ১১ স্থানে দলের প্রবীণ ও সিনিয়র নেতাদের উপস্থিতিতে সমাবেশ হয়েছেন।
তথ্যসূত্রে জানা গেছে, মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি, সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা অভিমুখে পদযাত্রা এবং নদীর দুই তীরে ২৩০ কিলোমিটার জুড়ে অবস্থান কর্মসূচি পালন করবে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কমিটি। পদযাত্রার বিভিন্ন স্থানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com