খালিদ সাইফুল্লাহ প্রিন্স, কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র উদ্যোগে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই ফেব্রুয়ারী) জেলা পরিষদ মার্কেট মাঠে নেত্রকোণা জেলা বিএনপির আয়োজিত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সদস্য সচিব ও ১৫৯, নেত্রকোণা-৩, (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র যুগ্ম মহাসচিব সৈয়দ আবু সালেহ প্রিন্স।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com