সোহেল রানা, স্টাফ রিপোর্টার : খুলনার পাইকগাছায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ই জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার উপদেষ্টা মাওলানা আমিনুল ইসলাম, মোহাম্মদ শামসুর রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান মামুন, উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ আবুজার গিফারী।
বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের জেলা সভাপতি মোহাম্মদ সোহেল রানা, পাইকগাছা উপজেলা সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুজিবর মল্লিক, উপজেলা শাখার সম্পাদিকা মারুফা আক্তার, সদস্য আল মামুন সরদার।
এসময় খুলনা জেলার সভাপতি মোহাম্মদ সোহেল রানা বলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন গরিব অসহায় মানুষের পাশে সর্বদা ছিল ও ভবিষ্যতে থাকবে। আমরা খুলনা জেলার বিভিন্ন উপজেলায় কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। তার ধারাবাহিকতায় আজ পাইকগাছা উপজেলায় ১৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের জন্য দোয়া করবেন তারই নির্দেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com