নাইমুর রহমান : দিনাজপুরের ফুলবাড়ীতে মদ খেয়ে মাতলামি করায় ভ্রাম্যমাণ আদালতে এক মাতালকে তিন মাসের সাজা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ই জানুয়ারী) বেলা ১২টায় দিনাজপুরের ফুলবাড়ীর শিবনগর বাজার ও বাজার সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মদ খেয়ে মাতলামি করছিল ফুলবাড়ী শহরের উত্তর সুজাপুরের মৃত-আমলদ শেখের পুত্র নাজমুল হোসেন ঘেতু (৬০)।
এসময় স্থানীয়রা মাতালরত অবস্থায় দ্রুত তাকে ধরে পার্শ্ববর্তী শিবনগর ইউনিয়ন পরিষদের নিয়ে গেলে ইউপি চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ সদস্যরা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত পিকআপ পাঠিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে নেয়। পরবর্তীতে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এই মাদকাসক্তকে সাজা প্রদান করায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী জনসাধারণ।
এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মুহিব্বুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে তাকে থানা হেফাজতে নেয়া হয়। বিকেলে মোবাইল কোর্টে তোলা হলে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই মাদকাসক্ত ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com