ডোমার প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের মামলায় নীলফামারীর ডোমার পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ রিফাত হাসান সৌরভকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ই জানুয়ারী) তাকে জেলা আদালতে সোপর্দ করা হলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয় বিজ্ঞ আদালত। সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের চিকনমাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ রিফাত হাসান সৌরভ ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ডের চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকার মোঃ জিয়াবুল হক ফারুকের পুত্র। তিনি ডোমার পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।
পুলিশ জানায়, ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর করার ঘটনায় কয়েক মাস আগে রুজুকৃত মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com