দুমকি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ই জানুয়ারী) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে নতুন বাজারের আল্ মামুন সুপার মার্কেট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ নাসির উদ্দিন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম ইভান সিকদার, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, যুগ্ম-সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাহিদ খান, যুগ্ম-আহ্বায়ক মোঃ মর্তুজা মোল্লা, প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com