নাইমুর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে শিবনগর মাঠে শিবনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোসাদ্দেক হোসেন রাজু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের আয়োজন করে শিবনগর ইয়ং স্টার ক্লাব।
শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কে এম মোকতাদের হাসান শামীম।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি নির্বাহী সদস্য ও ফুলবাড়ী পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মর্তুজা হক শাহ অষ্টিন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মেহেদী হাসান পলাশ,
সদস্য আসাদুজ্জামান রুশো, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com