নাইমুর রহমান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় লক্ষ্মীপুর বাজারে অবস্থিত খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপি'র দলীয় কার্যালয়ে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে জাতীয়তাবাদী বাস্তুহারা দল রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও
খয়েরবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। আমাদেরকেও তার আদর্শ লালন করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম মিলন, খয়েরবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামীম হাসান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com