রানা মিয়া : শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে টিলা, পাহাড় কেটে বালু নিয়ে যাওয়ার সময় শাহনুর মিয়া (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ই জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) তপন চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযানে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সামনের চেকপোস্টে তিন টনের ট্রাকে বালু নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
আটককৃর শাহনুর মিয়া (৩৫) মৌলভীবাজার সদরের ৪নং আপার কাগাবালা ইউনিয়নের বিন্নিগ্রাম এলাকার আনোয়ার মিয়ার পুত্র।
পুলিশ জানায়, আটক হওয়া আসামীর কাছ থেকে একটি তিন টনের ট্রাক এবং আনুমানিক ২০০ ঘনফুট বালু উদ্ধার করে তা জব্দ করা হয়। তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
(সম্পাদনায়- রিশাদ/গোয়েন্দার চোখ)
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com