মোহাম্মদ মাহাবুব আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : বাংলাবান্ধা থেকে পঞ্চগড় গামী যাত্রীবাহী বাসে মাদক আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির টহল দল মহাসড়ের চেকপোষ্টে তল্লাশি চালায়।
তল্লাশি চালানোর সময় আল গালিব নামে একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করে বিজিবি টহল দল। বাসের পিছনের দিকে উপরের সেল এ রাখা একটি ব্যাগে পাওয়া যায় এসব মাদক। প্রায় ১ কেজি ১০০ গ্রাম কোকেন এবং ৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত কোকেন এবং হেরোইনের মূল্য প্রায় ৫৪ লাখ ৫৫ হাজার টাকা।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুরে আল গালিব নামে একটি যাত্রীবাহী বাস থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে কোকেন এবং হেরোইনের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেঁতুলিয়া থেকে মাদক আসছে। তাৎক্ষনিক ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নির্দেশনায় জভজনপুর বিওপির অধীনে সড়কে চেক পোষ্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী আল গালিব নামে বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে এক কেজি একশত গ্রাম কোকেন, এবং ৭৫ গ্রাম হেরোইন পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জব্দকৃত কোকেন এবং হেরোইনের আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫৫ হাজার ১০০ টাকা নিরূপন করেন। উদ্ধারকৃত কোকেন এবং হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
পঞ্চগড় বিজিবি ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ জানান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এবং স্বরাস্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গির আলম চৌধূরীর নির্দেশে সীমান্তে চোরাচালান এবং হত্যা রোধে পঞ্চগড় বিজিবি তৎপর রয়েছে। যে মাদকগুলো জব্দ হয়েছে যেহেতু এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি এজন্য এখনি কিছু বলা যাচ্ছেনা। তবে কোন মাদক ব্যবসায়ী চক্রের মাধ্যমেও এসব মাদক আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com