মাসুদ রানা খানসামা দিনাজপুর প্রতিনিধি:
কারো হাতে গাছ, কারো হাতে কোদাল, কারো হাতে পানির পাত্র, কারো হাতে আবার গাছ লাগানোর যন্ত্রাংশ। পায়ে হেটে হেটে ৮ কিলোমিটার সড়কের দুধারে ৯০০ ফলের বৃক্ষ রোপন করলেন দিনাজপুরের খানসামা উপজেলার মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার জিয়া সেতুর পূর্ব পাশে গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ.স.ম গোলাম কিবরিয়া জেহাদ।
জানা যায়, অত্র প্রতিষ্ঠানের আয়োজনে খানসামা জিয়া সেতুর পূর্ব পাশ থেকে জয়গঞ্জ বাজার পর্যন্ত সড়কে দুধারে এসব বৃক্ষ রোপন করা হয়।
গাছ রোপন নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা গাছ লাগাতে পেরে খুব আনন্দিত। আমাদের দেশ থেকে বেশিরভাগ গাছ কেটে ফেলা হচ্ছে এতে আমাদের পরিবেশ হুমকিতে পড়েছে। আমরা চাই আমাদের দেখে অনেকে উদ্ভুদ্ধ হয়ে গাছ লাগিয়ে এ দেশটাকে বাঁচাবে। আপনারা সকলে পরিবেশ বাঁচাতে এগিয়ে আসুন। অনন্ত প্রত্যেকে একটি করে গাছ লাগান।
পথচারীরা বলছেন, তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। এদের মাধ্যমেই পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। গাছ লাগিয়ে পরিবেশ বাঁচাচ্ছে। দেখে খুবই ভাল লাগছে আমাদের সন্তানরা এগিয়ে আসছে। তাদের মত আমাদেরও এগিয়ে আসা উচিৎ।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ.স.ম গোলাম কিবরিয়া জেহাদ বলেন, আমরা দেশের জন্য কিছু করতে চাই। দেশের মানুষের জন্য কিছু করতে চাই। এ জাতির জন্য কিছু করতে চাই। আজকে যারা অন্যায়, অবিচার করতেছে তাদেরকে রুখে দিতে হবে। এ দেশ থেকে বখাটেদের তুলে দিতে হবে, এটাই আমাদের সর্বোচ্চ আশা থাকবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, তোমারা আদর্শিক হবে। এ দেশের জন্য কাজ করবে। অন্যায়কে কখনো প্রশ্রয় দিবে না। ন্যায়ের পক্ষে কথা বলবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com