আজমির রহমান রিশাদ, ডোমার প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৪/২৫’ এর শ্বাসরুদ্ধকর প্রথম সেমিফাইনালে রংপুরকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি।
মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে আয়েশা স্মৃতি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
এদিন পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে- রংপুরের সদ্যপুষ্করণী স্পোর্টিং ক্লাব ও জয়পুরহাট জেলা প্রমীলা ফুটবল একাডেমি। খেলার প্রথমার্ধে সোহাগীর ফ্রি-কিক থেকে মারুফা গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় রংপুর। দ্বিতীয়ার্ধে উভয় দলের মুহুর্মুহু আক্রমণের একপর্যায়ে পপির সহায়ক পাসে গোল করেন লিপি। এতে ১-১ গোলে সমতা আনে লাল-সবুজ জার্সিধারী জয়পুরহাট।
নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম ৫টি শ্যুটআউটে রংপুর ও জয়পুরহাট উভয়ে ৩টি করে গোল করলে আবার ড্র হয়। পরে আরও ৩টি করে শ্যুটআউটে রংপুর ১টি এবং জয়পুরহাট ২টি গোল করতে সক্ষম হয়। এরই মাধ্যমে রংপুরের বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে তারা।
পেনাল্টি শ্যুটআউটে রংপুরের হয়ে কাকুলি, পোয়াতি, রঞ্জনা ও ইন্দ্রিমা গোল করেন। তবে সোহাগী, চন্দনা, রূপা ও সোমার শট আটকে দেন জয়পুরহাটের গোলরক্ষক স্বপ্না। অপরদিকে, জয়পুরহাটের হয়ে পপি, কল্পনা, রাত্রী, সাদিয়া ও লিপি গোল করেন এবং রংপুরের গোলরক্ষক ইন্দ্রিমার বাঁধায় মারুফা, সোনিয়া ও স্বপ্না গোল করতে ব্যর্থ হন।
আয়োজক কমিটি জানায়, আগামী বৃহস্পতিবার (২রা জানুয়ারী) টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে ফাইনালিস্ট জয়পুরহাটের প্রতিপক্ষ হতে পরস্পরের মুখোমুখি হয়ে মাঠে নামবে বগুড়ার গাবতলী রক্সি প্রমীলা ফুটবল একাডেমি ও লালমনিরহাট প্রমীলা ফুটবল একাডেমি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com