নাইমুর রহমান, ফুলবাড়ি প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আলোচিত শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল ঘোষণা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনুসর আলী সরকার।
এসময় ফুলবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিব্বুল ইসলাম, ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কবির সরকার, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নাইমুর রহমান সহ স্কুলের পরিচালক মাজেদুর রহমান।
ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নর্থ পয়েন্ট টাইটেল স্কুলের অধ্যক্ষ ও পরিচালক ইমাম রেজা।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত সকল অভিভাবক, ছাত্র-ছাত্রীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল ফুলবাড়ী উপজেলার ব্যাপক আলোচিত, স্বনামধন্য ও শিক্ষা কার্যক্রমে বর্তমানে অদ্বিতীয় একটি স্কুল হিসেবে পরিচিত লাভ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com