মো: তোফায়েল আহমেদ, স্টাফ রিপোর্টার :
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে পূর্ব শক্রুতার জেরে ইয়াকুব আলী নামে এক কৃষকের উপর অতর্কিত হামলা করে জখম করার দায়ে বিল্লাল হোসেন (৩৫) নামে একজন কে আটক করে জেল হাজতে প্রেরন করেছে দেবিদ্বার থানা পুলিশ৷
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৭ই ডিসেম্বর-২০২৪ রাতে বাড়ীর চলাচলের একটি রাস্তার বিষয়ে নিয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির মেম্বার বাড়ীতে সামাজিক শালীসি বৈঠক চলাকালীন সময় উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হলে,বৈঠক থেকে উঠে কৃষক ইয়াকুব আলী বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে মনিরুল ইসলাম ও তার ছেলে বিল্লাল তার পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে গুরুত্বর আহত ও জখম করে। পরে ঘটনাস্থলে আহত হয়ে পড়ে থাকলে, স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়ে আসে৷ এ ঘটনায় ভিক্টিম ইয়াকুব আলী সাংবাদিক দের বলেন, কথিত মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে এলাহাবাদ গ্রামে দীর্ঘদিন যাবত ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে মনিরুল ইসলাম ও তার ছেলে বিল্লাল হোসেন৷ আমার জায়গা দিয়ে আমাকে রাস্তা নিতে দিচ্ছেনা সে। জাকির মেম্বারের যোগসাজশে দীর্ঘদিন যাবত আমাকে ও আমার পরিবারকে হয়রানি করে আসছে। বর্তমানে আমি কেন মামলা করলাম সে কারনে বিভিন্ন ভাবে হুমকি ধামকী দিয়ে যাচ্ছে,আমি যদি মামলা না তুলি আমাকে প্রাণে শেষ করে দিবে বলে সমাজে বলে বেড়াচ্ছে। এখন আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় আছি, যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশংকা করছি।
অন্যদিকে হুমকির বিষয়ে জানতে অভিযুক্ত মনিরুল ইসলাম সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্ঠা করেও সম্ভব হয়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মামলা দায়ের হয়েছে এবং পুলিশ বিল্লাল হোসেন নামে এক আসামীকে আটক করে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com