সাইফুল আলম সম্পদ, নীলফামারী প্রতিনিধি : জমকালো আয়োজনের মধ্য দিয়ে নীলসাগর গ্রুপের আয়োজনে ষষ্ঠবারের মতো শুরু হলো শাহীপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (এসপিএল)।
বুধবার (৪ঠা ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পৌরমাঠে ভার্চুয়ালি উপস্থিত থেকে টুর্নমেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও এসপিএল এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী আহসান হাবিব লেলিন।
নীলসাগর গ্রুপ সবসময় খেলাধুলার সাথে থাকতে চায় উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন বলেন, একটি ভালো জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমেই একটা ভ্রাতৃত্ববোধ, সৌহার্ধ্যবোধ এবং পারস্পরিক হৃদ্রতা সৃষ্টি হয়। তাই আসুন খেলাধুলার মাধ্যমে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে একটা সুন্দর উপমা তৈরি করি গোটা জাতির সামনে এই তরুণ সমাজকে উৎসাহ দিয়ে তাদেরকে দেশ গঠনের কাজে এগিয়ে নিয়ে যায়।
নীলসাগর গ্রুপের মহাব্যবস্থাপক তাপশ সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, জেলা জজ আদালতের জিপি (গভর্নমেন্ট প্লিডার) আবু মো. সোয়েম, ক্রীড়া সংগঠক কাজী আবু ইমাম রাহুল, আসলাম হায়াত মিল্টন, নীলসাগর গ্রুপের হেড অব বিজনেস (ফিডমিল ইউনিট) আরিফুর রহমান, শাহীপাড়া প্রিমিয়ার লীগ-২০২৪ (সিজন-৬) টুর্নামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আল ফুয়াদ।
নীলসাগর গ্রুপের নির্বাহী পরিচালক এবং শাহীপাড়া প্রিমিয়ার লীগ-২০২৪ (সিজন-৬) টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আরমান হাবিব জানান, নীলসাগর গ্রুপের সার্বিক পৃষ্ঠপোষকতায় ২০১৮ সাল থেকে শুরু হয় নীলফামারী পৌরশহরের শাহীপাড়া মহল্লার ক্রিকেটারদের নিয়ে শাহীপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগ (এসপিএল) টুর্নামেন্ট। এবারের এসপিএল সিজন-৬ টুর্নামেন্টে সাতটি দল অংশ গ্রহণ করছে। আগামী ৫ ডিসেম্বর থেকে টুর্নামেন্টের খেলা শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম
০১৭৯৬৫১৭৮৭৩,০১৭১২৮৮৪৪০৯
goyendarchokh6@gmail.com